তোমাকে - আব্দুস সাত্তার সুমন

প্রকাশ: ৮ মে ২০২৫, ১৪:১৫ | আপডেট : ৮ মে ২০২৫, ১৮:৩৬

তোমাকে
আব্দুস সাত্তার সুমন
আমার মনে তুমি এক ফোটা গোলাপ, তোমার মনে আমি কলি,
আমার ভিতর তুমি স্বপ্নের বাগান, তোমার কথাই আমি বলি।
আমার চোখে তুমি বিশাল সাগর, তোমার চোখে আমি নদী,
আমার অন্তরে তুমি নীরবতা, তোমার হতাম আমি যদি!
আমার কাছে তুমি নীল আকাশ, তোমার ছবি হয়ে থাকি!
আমার কাছে তুমি সবুজ বন, তোমাকে সেই বনে ডাকি।
আমার হৃদয় তুমি শীতল বৃষ্টি, তোমার হৃদয় আমি আছি?
আমার পৃথিবী তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে আমি বাঁচি।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত