রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা ভারতের, পিএসএল স্থগিত

প্রকাশ: ৮ মে ২০২৫, ১৮:২৬ | আপডেট : ৮ মে ২০২৫, ২২:৩২

পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা করেছে ভারত। যে কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই তা স্থগিত করা হয়। ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যে আজকের খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। কিন্তু স্থানীয় সময় সকালের দিকে আচমকা স্টেডিয়াম চত্ত্বরে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, পিএসএলের বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে। পিএসএল নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আল-জাজিরার প্রতিবেদন বলছে, ভারত থেকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। যার অন্তত তিনটির লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরও অবস্থিত এ শহরে।
জানা গেছে, ড্রোনগুলোর একটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে থাকা একটি খাবারের দোকান এলাকায় আঘাত হানে। পিএসএলে অংশ নেওয়া ৬ দলের মধ্যে পাঁচ ফ্র্যাঞ্চাইজিই বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে। পিএসএলের ফাইনাল ১৮ই মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত