নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার দুইজন

  নাজমুল হুদা

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৪:৪৬ |  আপডেট  : ১২ মে ২০২৫, ১৯:০২

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ এপ্রিল) রাতে পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৩৮) কে গ্রেপ্তার করে। তিনি বুড়ইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতা মামলা রয়েছে।

একই রাতে পুলিশ থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামে অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভিত্তিক আসামি আব্দুল হাকিমের পুত্র শামীম হোসেনকে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার (১১ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত