মাদারীপুরে তুষার ভূইয়ার অবৈধ সম্পদের খোঁজে দুদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৯:১৫ | আপডেট : ১২ মে ২০২৫, ২৩:৩৬

মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম তুষার ভূইয়ার জ্ঞাত আয় বহিভূত সম্পদের খোঁজে মাঠে নেমেছে মাদারীপুর দুদক। দুদক প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি মাদারীপুর দুদকে পাঠিয়েছে। তুষার ভূইয়া সাবেক এমপি ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম ভূইয়ার বড় ছেলে।
জানা গেছে, সাবেক ভাইস-চেয়ারম্যান তুষার ভূইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূত সম্পদ করাসহ বিভিন্ন অভিযোগ আছে। এই অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযোগ গুলোর তদন্তের জন্য মাদারীপুর অফিসকে নির্দেশ দেন। প্রধান কার্যালয়ের নির্দেশনা পাওয়ার পর মাদারীপুর দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। দায়িত্ব পাওয়ার পর তুষার ভূইয়াকে জিজ্ঞাসা করার জন্য নোটিশ করেছেন। নোটিশে আগামী ২৫ মে দুদক কার্যালয়ে সকল প্রকার কাগজপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তুষার ভূইয়া মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত