পঞ্চগড় উত্তরবঙ্গের অন্যতম সম্ভাবনাময় পর্যটন এলাকা: টি ট্যুরিজম চেয়ারম্যান 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৮:১৮ |  আপডেট  : ১৩ মে ২০২৫, ০০:৩০

উত্তরবঙ্গের মধ্যে পর্যটন শিল্পের সম্ভবনা বেশি পঞ্চগড়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড় জেলার পর্যটন সম্ভাবনা শীর্ষক এক সভায় তিনি কথা বলেন।

পর্যটন সম্ভাবনা শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় জেলায় পর্যটন সম্ভব্যতা যাচাইয়ে স্টেকহোল্ডারদের নিয়ে কন্সাল্টেশনের এই সভায় তিনি বলেন, পঞ্চগড় দেশের সবচেয়ে উত্তরের জেলা হওয়ায় এ জেলার পর্যটন সম্ভবনা অপার। এছাড়া সমতলের চা বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, শীতের শুরুতে পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দর্শন, ভিতরগড় দুর্গনগরীসহ এখানে পর্যটনের জন্য যেসব উপকরণ রয়েছে, তাতে বিরাট অঙ্কের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইকো ট্যুরিজম ও কৃষি ভিত্তিক ট্যুরিজমেরও সুযোগ রয়েছে এখানে। আমরা এ জেলার পর্যটনের সম্ভাব্যতা যাচাই করছি। আমাদের পক্ষ থেকে যা করার সুযোগ রয়েছে, আমরা তা করবো। এ সময় এ জেলায় পর্যটন শিল্পে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ও পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি অফিসের প্রধান, রাজনীতিবিদ, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত