পাকিস্তান রুটের টিকিট বিক্রি স্থগিত করেছে এয়ার অ্যারাবিয়া

প্রকাশ: ৭ মে ২০২৫, ১৫:৪১ | আপডেট : ৮ মে ২০২৫, ০৫:৩১

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে পাকিস্তানগামী ফ্লাইটের টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স সংস্থা এয়ার অ্যারাবিয়া। বুধবার (৭ মে) সকালে বাংলাদেশের সকল ট্রাভেল এজেন্সিকে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এয়ার অ্যারাবিয়া সাধারণত শারজাহ থেকে পাকিস্তানের বিভিন্ন শহর—করাচি, ইসলামাবাদ, লাহোর, মুলতান, ফায়সালাবাদ, পেশাওয়ার, কোয়েটা ও শিয়ালকোট—পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে। সরাসরি ফ্লাইট না থাকায় বাংলাদেশি যাত্রীরা সাধারণত ঢাকা থেকে শারজাহ হয়ে এসব শহরে যাতায়াত করে থাকেন।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানিয়েছে, পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া একটি ‘দুর্ঘটনার’ পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) থেকে পাকিস্তানে যাতায়াতকারী যাত্রীদের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং কোম্পানির অভ্যন্তরীণ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে তারা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে টিকিট বিক্রির বিষয়ে যেকোনো আপডেট সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় এবং মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাল্টা সামরিক প্রতিক্রিয়ায় নামে পাকিস্তান এবং তাৎক্ষণিকভাবে তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। যদিও বুধবার সকালে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়, এরপরও এয়ার অ্যারাবিয়া টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত