ফেইজবুকে ধুষের লেদেন ভাইরাল : মাদারীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান  

  মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশ: ৭ মে ২০২৫, ১৭:৪৭ |  আপডেট  : ৮ মে ২০২৫, ০৭:৫২

ফেইজবুকে ঘুষের লেনদেন ভাইরাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের লাগাতার অবস্থান কর্মসুচী হওয়ায় সারা বাংলাদেশে একযোগে বিআরটিএ অফিস গুলোতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালায় মাদারীপুর দুদক।

বুধবার ( ৭ মে-২০২৫)  বেলা ১১টায় চালানো অভিযানে বিআরটিএ অফিস, প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠ ও আসেপাশের কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায় দুদক। সেসময় দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথেও কথা বলেন। এছাড়া প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠে গিয়ে পরীক্ষা দিতে আসা লোকজনের সাথে কথা বলেন। সর্বশেষে বিআরটিএ অফিসের পিছনে কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায়। তবে এ অভিযানে কাউকে আটক করেনি দুদক। 

দুদক কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে বিআরটিএ অফিসে দুদক অভিযান চালিয়েছে। ঘুষ লেনদেনসহ বেশকিছু অভিযোগ আছে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং কিছু কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছি। ডকুমেন্টসহ সবকিছু পর্যালোচনা করে সত্যতা পাওয়া মাত্রই আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত