আদমদীঘির বাজারে আগাম জাতের তরমুজ, দেখা নেই ক্রেতাদের

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৬

মৌসুম শুরুর আগেই বগুড়ার আদমদীঘি উপজেলার হাট বাজারে অসময়ে তরমুজ আমদানিতে ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় বেচা কেনা তেমন হচ্ছে না। কৌতুহলী ক্রেতা সাধারণরা আমদানি করা তরমুজ দেখতে ও দাম শুনতে ভীর করতে দেখা গেছে।
জানা যায়, প্রতি বছর ফাল্গুনের মাঝামাঝি সময়ে বাজারে আগাম জাতের তরমুজ চলে আসলেও এখনো বিক্রি জমে উঠেনি। তরমুজ ফাল্গুন চৈত্র মাসে প্রখর রৌদ্রে গরমে যখন মানুষ হাসফাঁস হয়ে উঠে, তখন সকল মানুষের তৃষ্ণা মেটায় এই তরমুজ। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) আদমদীঘি সদরে তরমুজ বিক্রিতা দেবপ্রিয় জানান, অসময়ের এই তরমুজ নওগাঁ সহ কয়েকটি এলাকায় মাচা (জাংলা) পদ্ধতিতে এসব তরমুজ চাষ করা হচ্ছে। ইতিমধ্যেই মাচা পদ্ধতিতে চাষ করা তরমুজ বাজার জাত শুরু হয়েছে। বিক্রেতা আরও জানায়, নওগাঁ থেকে ৪০ কেজিতে পণ হিসাবে ২ হাজার ৪শত টাকায় পাইকারি দামে কিনে নিয়ে এসে ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
আদমদীঘি বাজারে তরমুজ ক্রেতা আইনুল ইসলাম জানায়, এবারে তরমুজের ব্যাপক দাম। প্রতি কেজি তরমুজের দাম চাচ্ছে ৭০ টাকা। এত টাকা দিয়ে আমরা কিভাবে তরমুজ কিনে খাব। দাম একটু কম হলে খুশি হয়ে কেনা যেত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত