নন্দীগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:১২

বগুড়ার নন্দীগ্রামে বিষপানে আতিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে। সে দারিয়াপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সবার অজান্তে শয়ন ঘরে ২ সন্তানের জননী গৃহবধূ আতিয়া খাতুন বিষপান করে ফটফট করতে থাকে। পরে পরিবারের লোকজন তার বিষপান করার বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু ঘটে। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম বলেন, আতিয়া খাতুন নামে এক গৃহবধূর আত্মহত্যা করার কথা শুনেছি এবং সেখানে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। এই আত্মহত্যার ঘটনায় বগুড়া সদর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত