জামালপুরে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৫

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ, ভেজাল খাদ্য, নকল এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার ১৪ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামালপুর মোঃ সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম, উপ পরিচালক, স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ. কে. এম. আব্দুল্লাহ-বিন রশিদ, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত