জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন  

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি  

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৮:১৬ |  আপডেট  : ২৫ মে ২০২৫, ১৯:৩৪

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। জামালপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই ভূমি মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

রবিবার (২৫ মে) দুপুরে শহরের ফৌজদারী মোড় থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানপাড়াস্থ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, মেলার মূল্য উদ্দেশ্য সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে উপস্থাপন করা। ভূমি সেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

তিন দিনব্যাপী ভূমি মেলায় জেলা প্রাশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, রেকর্ড রুম শাখা, জামালপুর সদর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস, সেবা বুথসহ মোট সাতটি স্টল স্থান পেয়েছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত