শিবগঞ্জে  ভূমি সেবা মেলা  উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৮:০৫ |  আপডেট  : ২৫ মে ২০২৫, ১৯:৩৪

  “নিয়মিত ভূমি  উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের  ন্যায় বগুড়া শিবগঞ্জে  তিন দিনব্যাপী ভূমি  মেলার উদ্বোধন করা হয়েছে।  বোরবার সকালে  উপজেলা ভূসি  অফিস প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে  মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।  পরে একটি একটি র‍্যালী  পৌর এলাকার প্রধান প্রধান প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) শাহীনুজ্জামান,  মংস্য কর্মকর্তা আরিফুল ইসলাম সাবু,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,  আইসিটি কর্মকর্তা মাহফুজুর রহমান নয়ন, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ  উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গনমাধ্যমকর্মী, সেবা গ্রহিতা, সুধীজন প্রমুখ। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার  ভূমি অফিস আগামী তিন দিনব্যাপী বিশেষ ভূমিসেবা প্রদান, বিনামূল্যে অনলাইনে আবেদন করার সুযোগ ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা কার্যক্রম চালানো হবে। এমন আয়োজন স্বচ্ছতার সঙ্গে ভূমি  সেবা প্রতিটি মানুষের দ্বারে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন  ভূমি  সেবা প্রাপ্তি সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে। আগে সেবা প্রাপ্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে তবেই যে কোন সরকারি অফিসে গিয়ে হয়রানী ছাড়াই সহজেই সেবা পাওয়া সম্ভব হবে। আর ভ’মি সেবা নিতে আসার অধিকাংশ মানুষরাই জানেন না ডিজিটাল ভূমি  সেবা সম্পর্কে। আর এই সব মানুষরা যখন ইউনিয়ন পর্যায়ে ভূমি  সংক্রান্ত সেবা নিতে আসেন তখন অনেক ভূমি  কর্মকর্তা-কর্মচারীরা ওই সব সেবা গ্রহিতাদের একটি বিষয় একাধিক বলতে নারাজ। তাই অনেক মানুষই ভয়ে তৃতীয় পক্ষের দালালদের কাছে গিয়ে হয়রানীর শিকার হোন এবং অর্থ খোয়া দেন। আগে তথ্য জানতে এবং অপরকে জানাতে হবে। আর এই জন্য প্রত্যন্ত এলাকার মানুষদের ভূমি  সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উপজেলা  ভূমি অফিসের  পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছারা  সেবা নিতে আসার প্রতি মানুষদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে একটি বিষয় একাধিকবার ভালো ভাবে বুঝিয়ে দিয়ে ভূমি  সেবার তথ্যগুলো সম্পর্কে সচেতন করার কোন বিকল্প নেই বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত