জুলাই অভ্যুথান নিয়ে যে বার্তা দিলেন ইশরাক হোসেন

প্রকাশ: ১ জুলাই ২০২৫, ১৪:১৬ | আপডেট : ১ জুলাই ২০২৫, ১৯:৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক ফেসবুক বার্তায় "জুলাই অভ্যুত্থান" প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি একে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণমানুষের মুক্তির চূড়ান্ত অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন।
ইশরাক হোসেন লিখেছেন, "জুলাই অভ্যূত্থান ঘটেছিল খুনি ফ্যাসিবাদী হাসিনাকে বর্বর অত্যাচারের মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে বাংলাদেশের প্রতিটি শহর থেকে গ্রামের ধনী-গরিব, দল-মত নির্বিশেষে মজলুম মানুষের মুক্তির সংগ্রামের শেষ অধ্যায় হয়ে।"
তিনি দাবি করেন, এই অভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব শহীদ ছাত্র, যুবক, বৃদ্ধ, মাদ্রাসার শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, নারী ও শিশুসহ সর্বস্তরের জনগণের। যারা প্রাণ দিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, "আমরা যারা বেঁচে আছি, মাঠে লড়েছি, কারাবরণ করেছি, মৃত্যুঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে গেছি—এটা ছিল আমাদের দেশরক্ষার ঈমানি দায়িত্ব।" পাশাপাশি তিনি উল্লেখ করেন, "দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পাশে থেকে বিজয় নিশ্চিত করেছে এবং ফ্যাসিবাদের বিলোপ ঘটেছে হাসিনার পতনের মাধ্যমে।"
আইন দ্বারা স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা। তার ভাষায়, "পৃথিবীতে কোনো কাগজে-কলমে আইন লিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানোর ব্যবস্থা নেই। এদেরকে ঠেকাতে জনগণই যথেষ্ট।"
ভবিষ্যতে যদি আবার কোনো স্বৈরাচারী বা গণতন্ত্রবিরোধী শক্তির উত্থানের আলামত দেখা যায়, জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক। তিনি লেখেন, "গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে এবার পালানোর সুযোগ থাকবে না।"
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত