তেতুলিয়ায়  পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৬ |  আপডেট  : ৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. সিংহা (২ বছর ২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শিশু সিংহা মাথাফাটা গ্রামের সাইদুল হকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত সে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকি হাসপাতালে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ তেঁতুলিয়া হাসপাতালের জরুরি বিভাগের আউটডোরে পুলিশ হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত