মুন্সীগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্তর প্রথম কুলখানি অনুষ্ঠিত

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১৮:০৩ |  আপডেট  : ৪ নভেম্বর ২০২৫, ০১:৪৭

 মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্তর প্রথম কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামে শান্তর নিজ বাড়িতে এ কুলখানির আয়োজন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত যুবদল নেতার স্মরণে অনুষ্ঠিত এ কুলখানিতে প্রায় আট হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাশেম, আবু ইলিয়াস শান্ত স্মৃতি সংসদের সভাপতি রাজিব সরকার, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, সদস্য মাহমুদ সরকার, নয়ন সরকার, মামুন সরকার, মনছুর ভুঁইয়া, হুমায়ুন সরকার, ছোহরাব সরকার, চরকেওয়ার ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ফারুক সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শহীদ জিয়া পরিষদ শহর সাংগঠনিক সম্পাদক আনিস উদ্দিন সরকার, চরকেওয়ার ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কবীর সরকার প্রমুখ।

আবু ইলিয়াস শান্ত স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্ত হত্যার এক বছর অতিক্রম হলেও মামলার মূল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তারা জানান, মামলা তদন্তের দায়িত্বে থাকা সিআইডি কোনো ধরনের সহযোগিতা করছে না। এমনকি আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

অনুষ্ঠান থেকে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, যদি শান্ত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার না করা হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত