দেশে আরও ১৭৩ জন নতুন রোগী ভর্তি

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৮:৫১ |  আপডেট  : ৮ মে ২০২৫, ১৪:৩১

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে  ডেঙ্গু  আক্রান্ত হয়ে  নতুন ১৭৩ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায়  রাজধানী  ঢাকায় ১৩৯ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৮৫১ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৩ হাজার ২২৭ জন  ভর্তি হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২২ হাজার ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে  বাড়ি ফিরেছে। 

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে  ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৯ জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত