ভ্রান্ত ধারণায় শতবছরের বটগাছের মৃত্যু, দেখতে উৎসুক জনতার ভীড়

প্রকাশ: ৬ মে ২০২৫, ১৯:৪০ | আপডেট : ৭ মে ২০২৫, ০১:৫২

ভ্রান্ত ধারনার অযুহাতে কেটে ফেলা হয় শত বছরের বটগাছ। এরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরনো এই কেটে ফেলা গাছটি দেখতে ভীড় করেন আশপাশের বিভিন্ন বয়সী মানুষ। বাড়ছে কৌতুহল।
স্থানীয়রা জানায়, বেশকিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শতবছর বয়সী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারী ও মুসল্লীরা। তাদের বিশ^াস এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্খা। বিষয়টি নজরে আসে স্থানীয় আলেম সমাজের। এরইপ্রেক্ষিতে সোমবার দুপুরে আড়িয়াল খাঁ নদের পাশে থাকা শত বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশণ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। ঘটনার তদন্তে নেমেছেন প্রশাসন।
জানা যায়, চরঘুনসি এলাকার বাসিন্দা আব্দুর সাত্তার হাওলাদারের মালিকানধীন গাছটি ১৫০০ টাকায় আলেমরা ক্রয় করার পর এটি কাটা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে, এ ব্যাপারে যোগাযোগ করেও সাত্তার হাওলাদারের কোন মন্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ‘আলম মীরার কান্দি’ এলাকায় কেটে ফেলা হয় শত বছরের এই বটগাছ। স্থানীয় আলেম সমাজের কয়েকজন মিলে কেটে ফেলেন গাছটি। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন স্থানীয় আলেম সমাজ।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, ‘পুরনো গাছ কেটে ফেলার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এটির পেছনে তৃতীয় কোন পক্ষ কাজ করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বন বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত