রাশিয়ায় আবারও গভীররাতে ইউক্রেনের হামলা, ১৫৮টি ড্রোন ধ্বংসের দাবি

  আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১২:২২ |  আপডেট  : ৬ মে ২০২৫, ১৯:৫৯

ফাইল ছবি

রাশিয়ায় গভীররাতে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবারের (৯ এপ্রিল) এই হামলায় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ সেনাবাহিনী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ১৫৮টি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিধ্বস্ত ড্রোনের আঘাত থেকে ক্ষয়ক্ষতি এড়াতে বাড়তি সতর্কতা স্বরূপ রোসটোভ অঞ্চলের ৪৮টি অ্যাপার্টমেন্টের বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

রুশ মন্ত্রণালয় কেবল ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা প্রকাশ করেছে। কিয়েভের পাঠানোর ড্রোনের মোট সংখ্যা তারা জানায়নি।

হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। অবশ্য বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের অভিযোগ কিয়েভ ও মস্কো উভয়েই অস্বীকার করে। তাদের দাবি, পরস্পরের যুদ্ধ সংক্রান্ত বা সামরিক স্থাপনাতেই হামলা চালানো হয়।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত