আমরা যখন আঘাত করব, পুরো বিশ্ব জানবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ: ৯ মে ২০২৫, ১১:০৫ | আপডেট : ১০ মে ২০২৫, ০০:১৮

ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটি দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই দাবি নাকচ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর সামা টিভি ও বিবিসির।
সামা টিভির ‘রেড লাইন উইথ তালাত’ অনুষ্ঠানে এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘যখন আমরা (পাকিস্তান) আঘাত করব, তখন পুরো বিশ্ব তা জানতে পারবে।’
সামা টিভির ‘রেড লাইন উইথ তালাত’ নামক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা (পাকিস্তান) পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। তবে আমাদের সামরিক প্রস্তুতি অক্ষুণ্ন রয়েছে। দাবি করা হচ্ছে পাকিস্তান জম্মুতে আঘাত হেনেছে। কিন্তু যখন আমরা সত্যিকারের আঘাত করব, তখন পুরো বিশ্ব তা জেনে যাবে।’
তিনি ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তানের একটি বিমান ভূপাতিত হওয়ার যে খবর প্রচারিত হচ্ছে, সেটাকেও গুজব অভিহিত করেন। তিনি বলেন, ‘কোনো বিমান ভূপাতিত হয়নি। ভারত দাবি করছে তারা একটি বিমানে থাকা চারজন পাইলটকে আটক করেছে। এটি কোনো রিকশা নয়, যে এতে চারজন যাত্রী থাকবে।’
এর আগে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, ভারতীয় ড্রোনের (পাকিস্তানের আকাশে) অনুপ্রবেশ পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়িয়েছে। তিনি নিশ্চিত করেন যে, ড্রোন কার্যকলাপের সময় লাহোরে কোনো সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি, তবে ভারতের উসকানিমূলক আচরণ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতির কারণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত