পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে কাউনিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ | আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২

জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ ও গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গালর্স স্কুল মোড়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ ইদ্রিস আলীর বিডিআর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত রংপুর-৪ আসনের এমপি প্রার্থী মোঃ জাহিদ হোসেন, জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহা লিয়াকত বিন সিদ্দিক উপজেলা সেক্রেটারী মাওলানা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, হারাগাছ পৌর শাখার সভাপতি মশিউর রহমান প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত