৫ দফা দাবিতে নন্দীগ্রামে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ |  আপডেট  : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাদ আছর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আলিমের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আনোয়ারুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রাব্বানী, জামায়াতে ইসলামীর যুব বিভাগ উপজেলা শাখার সভাপতি শেখ সাদী, পৌর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত