সূর্যকুমার ও রউফ দোষী সাব্যস্ত, ফাইনালের আগে জরিমানা করল আইসিসি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৭

সবশেষ ভারত পাকিস্তান ম্যাচের পর থেকেই আলোচনায় আছেন সূর্যকুমার যাদব ও হারিস রউফ। এবার দুজনকেই শাস্তি দিয়েছে আইসিসি। খেলায় রাজনীতি টেনে এনেছিলেন দুজনেই। আর তাতেই ভেঙে বসেছিলেন আইসিসির আচরণবিধি। তার দায়েই এবার দায়ে শাস্তি পেতে হলো দুজনকে।
ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার শুনানি শেষে দুজনকেই ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এশিয়া কাপের গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জয় নিজ দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করায় সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অন্যদিকে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বিতর্কিত অঙ্গভঙ্গি ও উদ্যাপনের জন্য রউফ ও তার সতীর্থ সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিনজনই নিজেদের নির্দোষ দাবি করায় আনুষ্ঠানিক শুনানি হয়। ফারহানকে শুধু সতর্ক করে দেওয়া হয়। জরিমানা করা হয়নি।
সূর্যকুমারকে জরিমানার পাশাপাশি ‘রাজনৈতিক মন্তব্য’ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তার শাস্তির বিরুদ্ধে আপিল করেছে বিসিসিআই। রোববার এশিয়া কাপের ফাইনালে আবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। তার আগে দুই পক্ষের দুই আলোচিত ব্যক্তিত্বের শাস্তি বিতর্কের আগুনে নতুন ঘি ঢালল বৈকি!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত