শ্রীনগরে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে সরবত বিক্রেতা আটক

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ |  আপডেট  : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৫

শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজাহার হোসেন (৫৩) নামে এক সরবত বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। অভিযুক্ত আজাহার হোসেন উপজেলার ধাইসার এলাকার সাদ্দাম পাড়ার মরহুম মঙ্গলের ছেলে। শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণির পড়ুয়া ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরবত বিক্রেতা আজাহার পার্শ্ববর্তী জুলহাসের বাড়ির ভাড়াটিয়া এক দিনমুজুর দম্পতির ১১ বছরের মেয়েকে সকালে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা-মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাহিরে গিয়েছিলেন। পরে দুপুরের দিকে মা বাসায় ফিরলে ভুক্তভোগী মেয়ে ঘটনার বিস্তারিত খুলে বলে। এদিন দুপুর ১টার দিকে অভিযুক্ত আজাহারকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর নাজমুল ঘটনাস্থলে আসেন। এর আগেও আজাহারের বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। 

শ্রীনগর থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ধর্ষণের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত