‘রাশিয়া আক্রমণ করবে’ গোয়েন্দা তথ্যে গুরুত্ব দেননি জেলেনস্কি: বাইডেন

  বিনোদন ডেস্ক:

প্রকাশ: ১১ জুন ২০২২, ১১:৪৯ |  আপডেট  : ৫ মে ২০২৫, ১৪:১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া কিয়েভ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এমন খবর ইউক্রেনকে জানিয়েছিল। কিন্তু সে সময় জেলেনস্কি শুনতে চাননি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক ডোনারদের সঙ্গে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, রাশিয়া আক্রমণ করবে তাতে  কোনো সন্দেহ ছিল না। কিন্তু  জেলেনস্কি এটা শুনতে চাননি।

বাইডেন আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ঘটনা আর ঘটেনি। অনেকে ভেবেছিলেন আমি সম্ভবত বাড়িয়ে বলছিলাম। কিন্তু আমাদের কাছে তথ্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট আক্রমণ করতে যাচ্ছেন।  

সূত্র: আল জাজিরা 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত