তিনটি মেশিন জব্দ সহ ১৩ জনের নামে মামলা
তেঁতুলিয়ায় ডাহুকে অবৈধ ড্রেজারে পাথর উত্তোলন

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৮:৩৭ | আপডেট : ১৭ মে ২০২৫, ২০:১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আলোচিত ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দায়ের হয়েছে পৃথক দুইটি মামলা, মামলায় নাম উল্লেখ করা হয়েছে ১৩ জনের এছাড়াও অজ্ঞাত আরো ১২-১৩ জনকে আসামী করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) দুপুর তিনটার দিক থেকে রাত ১১টা পর্যন্ত ডাহুক নদীর হারানিখী, সরকারপাড়া ও বালাবাড়ি এলাকাজুড়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনটি ড্রেজার ছাড়াও পাইপ, টিনের ড্রাম, লোহার জালসহ অন্যান্য পাথর উত্তোলন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বেশিরভাগ অভিযুক্ত ব্যক্তি সটকে পড়ে।এ ঘটনার পর শুক্রবার (১৬ মে) রাতে তেঁতুলিয়া মডেল থানার এসআই খালিদ হাসান তন্ময় ও এসআই আসাদুজ্জামান বাদী হয়ে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন।এসআই খালিদ হাসান তন্ময়ের করা মামলায় আসামিরা হলেন; শাহজাহান, হুমায়ুন, শির, জাকের, আব্দুর রহিম, হারুন। অজ্ঞাতনামা আরও ৮ থেকে ৯ জন রয়েছেন।অপরদিকে এসআই আসাদুজ্জামানের করা মামলায় আসামিরা হলেন- জমিরুল ইসলাম জুমুল, মিজানুর রহমান, রবিউল ইসলাম, আওয়াল, আজাহারুল ইসলাম, দীপু। অজ্ঞাতনামা আরও ৩-৪ জন। তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন ডাহুক নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২-এর ৫ ধারায় আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত