মুন্সীগঞ্জে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো স্বামী

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:৫৯ | আপডেট : ১৭ মে ২০২৫, ১৭:০৯

মুন্সীগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের চিতুলিয়া দেওয়ানকান্দি গ্রামে স্বামীর বাড়িতে গৃহবধূ সেলিনা বেগম (৩৫) খুন হয়েছেন। স্বামী সুজন মোল্লা (৫০) ঘটনার পর থেকে নিখোঁজ। সেলিনা বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। প্রতিবেশীরা জানিয়েছে, ঝগড়া এবং মারধরের এক পর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টাকালে পেছন থেকে ঘাড়ে কোপ দিয়ে স্বামী নির্মমভাবে হত্যা করেছে।
শুক্রবার রাত ৯ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান।নিহত গৃহবধূ সেলিনার মা সুফিয়া বেগম জানান, নয় মাস আগে তাদের বিয়ে হয়। প্রথম তিন মাস ভালো থাকলেও ৬ মাস যাবত তার স্বামী ব্যাটারী চালিত অটোরিকশা চালক সুজন মোল্লা সন্দেহ করে প্রায়ই মারধর করত। একাধিকবার দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান হয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি স্বামী।
শুক্রবার রাতে বৃষ্টির সময় কৌশলে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছিল। আত্মরক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি।সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তার দুটি সন্তান রয়েছে। আগের ঘরে মেয়ে সোহানা আক্তারের পাশের গ্রাম বকচরে বিয়ে হয়। মেয়ের সন্তান হয়েছে, সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই সবশেষ এই ঝগড়া বলে জানিয়েছেন প্রতিবেশীরা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত