নন্দীগ্রামে চার ট্রাকচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৯:২৬ |  আপডেট  : ১৭ মে ২০২৫, ০১:০৯

বগুড়ার নন্দীগ্রামে চার ট্রাকচালকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে এই জরিমানা করা হয়। শুক্রবার (১৬ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশন এলাকায় এই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

সেসময় ঝিনাইদহ জেলার নিশ্চিন্তপুর গ্রামের ট্রাকচালক আলাল উদ্দিন, চুয়াডাঙ্গা জেলার সদরগঞ্জ গ্রামের বদর উদ্দিন, কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা গ্রামের- আব্দুল মান্নান বাবু ও যশোর অভয়নগরের সিরাজুল ইসলামকে মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেন। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, সড়ক দখল, যানজট ও দুর্ঘটনা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত