পঞ্চগড়ে সাজাপ্রাপ্ত আসামী পুলিশের হাতে আটক 

  কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১ জুলাই ২০২৫, ১১:১২ |  আপডেট  : ১ জুলাই ২০২৫, ১৩:৪০

বরিশাল একটি বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে  গ্রেফতার করেছে পঞ্চগড় পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুরে তাকে পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে থেকে গ্রেফতার করা হয়।  

আটককৃত উক্ত  আসামী হলেল; মির্জা আব্দুল বাকি রাজধানীর শ্যামলী আগারগাঁও এলাকায় বসবাস করতেন। তবে সে পঞ্চগড় পৌরসভা এলাকার ইসলামবাগের স্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। বরিশাল আদালতে সাজার পরোয়ানা জারির পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ২০২৩ সালের ১৪ মার্চ  বরিশাল জেলার গ্রোঘবাড়ি এলাকার আবু জাফর  জহিরুল ইসলাম বাদী হয়ে ব্যাংক চেক ডিজঅনারের মামলা দায়ের করেন। এই মামলা সূত্রে আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড সহ ৩৫ লাখ টাকা জরিমানা করে রায় প্রদান করেন। কারা দন্ডের রায়ের পর থেকেই পলাতক হয়ে পড়েন  তিনি । এদিকে গত বছরের ০৫ মে ২০২৪ মির্জা আব্দুল বাকির বিরূদ্ধে সাজাপ্রাপ্ত পরোয়ানা জারি হয়।  

ঘটনাক্রমে সোমবার পঞ্চগড় আদালতে অন্য একটি মামলার কাজে আসেন তিনি। দুপুরে আদালত থেকে বের হওয়ার পর সদর থানা পুলিশের উপ- পরিদর্শক মানিক রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা মির্জা আব্দুল বাকিকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায় হয়। আব্দুল বাকি জানান, ভুয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওই ব্যাংক একাউন্ট আদালতে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান জানান, সাজাপ্রাপ্ত ওই আসামীকে দুপুরে গ্রেফতার করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত