ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আবারও বাড়ল

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৪:৩৪ | আপডেট : ১৫ মে ২০২৫, ১১:১৫

ভারতের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শনিবার পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে।
২৬ এপ্রিল প্রথমবার ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত