ভূমি মেলা উপলক্ষ্যে নন্দীগ্রামে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৯:১৫ |  আপডেট  : ২৮ মে ২০২৫, ০২:০১

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

এই উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্যা র‌্যালি বের হয়। র‌্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লাায়লা আঞ্জুমান বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। সেসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত