সিরাজদিখানে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৫:৩৮ |  আপডেট  : ২৮ মে ২০২৫, ০২:০৪

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ( বি এইচ পি)'র আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মুন্সীগঞ্জ জেলা জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার স্বর্ণা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: জামসেদ ফরিদী, আবাসিক মেডিকেল অফিসার ডা.এ.কে.এম তাইফুল হক, মেডিকেল অফিসার ডা. মিঠুন বর্মন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিনেশ চন্দ্র মন্ডল. সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, এম.টি.ইপি.আই আলমগীর গাজী, স্বাস্থ্য পরিদর্শক এন ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর  মোঃ শাহআলম প্রমুখ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজ প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরী।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, ব্র্যাক মুন্সীগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আল আমিন, ব্র্যাক মুন্সীগঞ্জ জেলা ম্যানেজার লুৎফা ইয়াসমিন সিরাজদিখান প্রোগ্রাম অফিসার (টিবি) আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ,স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত