মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে যশলং ইউনিয়নের  উন্মুক্ত বাজেট ঘোষণা

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৪:৩৭ |  আপডেট  : ২৭ মে ২০২৫, ২৩:৩৫

 

 ২২ শে মে রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলা যশলং ইউনিয়ন পরিষদের  হল রুমে ২০২৫-২৬-এ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
যশলং ইউনিয়নের  চেয়ারম্যান ইসমাইল হোসেন খাঁনের সভাপতিত্বে এবং  যশলং ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন   যশলং ইউনিয়নের  ২৫ -২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ।

সভায় মোট ১কোটি ১১ লক্ষ০ ৮৯ ৪৭  টাকার বাজেট ঘোষণা করেন। এতে আয় রাজস্ব বাজেট ২১২৭১৯২৫টাকা, উন্নয়ন বাজেট ৮৯ ৮১৭৫২টাকা , সম্ভাব্য আয় ১কোটি ১১ লক্ষ০ ৮৯৪৭টাকা
আর ব্যয় ধরা হয়েছে ১০ ৮৭ ৬৩ ৬২ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা  যশলং ইউনিয়ন পরিষদ আব্দুল মালেক, যশলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন পরিষদের সদস্য  রুপচান  মাদবর , আঃ গনি মাষ্টার, সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা আক্তার পাপিয়া মুক্তা বেগম,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হাসিনা আক্তার,টেক্স কালেক্টর কামাল হোসেন , উদ্যোক্তা কর্মকর্তা সঞ্জিত  রায়, সাইফুল রহমান, জুয়েল মিয়া, মোঃ জহিরুল ইসলাম,হিরুন বোকাইল, রতন বেপারী, আমিনুল মোরল, শেখ সাদী, আমিনুল চোকদার,ইসলাইল খালাসী, সিকদার, হারুন শেখ , সাংবাদিক,শিক্ষক সহ  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কা/ আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত