মুন্সীগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  লিটন মাহমুদ
                                    
                                    প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৩:৩১ | আপডেট : ৪ নভেম্বর ২০২৫, ২১:৫৫
                                        
                                    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
এর মধ্যে মুন্সীগঞ্জ–১ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ মো. আবদুল্লাহ, মুন্সীগঞ্জ–২ আসনে মিজানুর রহমান সিনহা এবং মুন্সীগঞ্জ–৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত