অঙ্গীকার বিজয়ী হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১০:২৬ |  আপডেট  : ৪ নভেম্বর ২০২৫, ১৭:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি  কেন্দ্রীয়  কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে দলীয় মনোনয়ন পান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পরই তিনি এলাকাবাসীর উদ্দেশে   প্রতিশ্রুতি দেন জনগণ যদি আমাকে বিজয়ী করেন, তাহলে একটি প্রতিশ্রুতিও অপূর্ণ থাকবে না।

মনোনয়ন ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, এলাকার উন্নয়ন বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নত জীবনযাত্রা গড়তে মাঠে নেমেছি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও কর্মসংস্থান এই পাঁচ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, আমার রাজনীতি  প্রতিশ্রুতির নয়, বাস্তবায়নের। তাই নির্বাচনে জয়ী হলে   প্রতিটি কথা, প্রতিটি অঙ্গীকার আমি কাজে প্রমাণ করব। তৃণমূল থেকে কেন্দ্রী নেতৃত্ব সবাই মিলে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের  লড়াইয়ের আমি জনগণের পাশে থাকব। স্থানীয় শিক্ষিকা মাহমুদা আক্তার দিশা  বলেন, বলেন,আমরা এমন একজন প্রতিনিধিকে চাই, যিনি শুধু ক্ষমতায় গিয়ে ভুলে যাবেন না, বরং মানুষের দুঃখ-কষ্ট বোঝবেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ যেভাবে  প্রতিশ্রুতি দিচ্ছেন তা বাস্তবায়ন হলে আমাদের এলাকার চিত্রই বদলে যাবে।

কলেজছাত্রী অনন্যা রহমান  অর্পা বলেন, আমরা তরুণ প্রজন্ম  উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ চাই। তিনি যদি সত্যিই কথা রাখেন, তবে আমাদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হবে।অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ বিশুদ্ধ আনন্দ চক্রবর্তী বলেন, রাজনীতি মানে  প্রতিশ্রুতি নয়,  প্রতিশ্রুতি  বাস্তবায়ন । তিনি জিতলে এলাকার সড়ক, হাসপাতাল আর বিদ্যালয়ের অবস্থা বদলাবে এটাই আমাদের প্রত্যাশা।

স্বর্ণ ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, শুধু কথা নয়, কাজ দরকার। তবে তিনি যেভাবে কথা বলছেন, তাতে আশা জাগে। সাধারণ মানুষের পাশে দাঁড়ালে আমরাও ভোট দিযে সমর্থন করব।স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে দলীয় সংগঠন ও মানুষের পাশে থাকার কারণেই শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এই আসনে শক্ত অবস্থানে আছেন।

একইসঙ্গে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনটি হবে অন্যতম প্রতিদ্বন্ধিতাপূর্ণ আসন, আর এই  লড়াউয়ের  বিএনপি’র পক্ষ থেকে মুখ্য ভূমিকা নিতে পারেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত