রংপুরে পাট বীজ উৎপাদন চাষীদের প্রশিক্ষণ

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১১:৩৭ | আপডেট : ৫ মে ২০২৫, ১৩:৫০

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ টিপু মুনশি অডিটোরিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক ও ডিপিডি উপসচিব সৈয়দ ফারুক আহমেদ। বক্তব্য রাখেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ তারিকুল ইসলাম প্রমূখ। বক্তাগণ আধুনিক পদ্ধতিতে পাট উৎপাদনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন নির্বাচিত পাট চাষী অংশ গ্রহন করেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত