গণপিটুনির ঘটনায় মামলা
সিরাজগঞ্জে অজ্ঞানপার্টি সন্দেহে দুই ইরানিকে গণপিটুনি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:১৫ | আপডেট : ২৮ মে ২০২৫, ০২:১১

সিরাজগঞ্জে অজ্ঞানপার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৫ মে) দুপুর পৌনে ১টার দিকে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুলে রোডের ভৌমিক মার্কেটে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত ইরানি দুই নাগরিক হলেন আস্কান (২৯) ও হুসাইন (৩৩)।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই দুই ইরানি যুবক টাকা ভাঙানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করেন। এসময় টাকার সঙ্গে চেতনানাশক ওষুধ ব্যবহারের মাধ্যমে ফিডের দোকানদার আব্দুল বাবুকে অজ্ঞান করেন তারা। এতে বিদেশিরা যা বলছিলেন তাই করছিলেন বাবু।
একপর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কিছু টাকা তাদের হাতে দেন। বিদেশিদের পকেটে সেগুলো রাখার সময় কিছু টাকা পড়ে যায়। বিষয়টি একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাসের নজরে আসে। পরে তিনি ‘মার্কেটে অজ্ঞানপার্টি ঢুকেছে’ বলে চিৎকার দেন। এতে আশপাশে থাকা প্রায় শতাধিক লোক জড়ো হয়ে ইরানি যুবকদের গণপিটুনি দেয়।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, ঘটনাস্থল থেকে ওই দুই ইরানিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢাকা ফেরার পথে ভূঁইয়াগাঁতী এলাকায় বাস থামালে তাদের সঙ্গে থাকা একটি পুরাতন নোট পরিবর্তন করতে গেলে গণপিটুনির শিকার হন তারা।
এ ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ৭টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় রাতে ইদ্রিস আলী নামে একজন দোভাষী মামলা করেছেন। তিনি ওই দুই ইরানি যুবককে দেখাশোনা করেন।
রাতে (২৫ মে) ইদ্রিস আলী নামের এই দোভাষীর জিম্মায় দুই ইরানিকে ছেড়ে দেওয়া হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত