‘৮৬৪৭’ রহস্যসংখ্যায় ট্রাম্পকে ‘হত্যার ইঙ্গিত’, তদন্তের মুখে সাবেক এফবিআই পরিচালক!  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:১৭ |  আপডেট  : ১৭ মে ২০২৫, ১৬:০০

বিপাকে পড়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কমি। তিনি সম্প্রতি সামুদ্রিক ঝিনুক দিয়ে সাজানো ‘৮৬৪৭’ সংখ্যার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর এতেই তদন্তের মুখে পড়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এফবিআই প্রধান জেমস কমির পোস্টের ওই ছবিকে ঘিরেই রহস্য ঘনিয়েছে। বলা হচ্ছে, তার ওই ছবির সংখ্যাগুলো শুধুমাত্র চারটি সংখ্যামাত্র নয়। এর পেছনে রয়েছে গভীর বার্তা। ওই পোস্টের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হুমকি ও সহিংসতার বার্তা অন্তর্নিহিত রয়েছে। ট্রাম্পের সমর্থকসহ রিপাবলিকানরা ছবিটির এমন ব্যাখ্যাই করেছে।

রয়টার্স জানিয়েছে, এরইমধ্যে সিক্রেট সার্ভিস জেমস কমির পোস্টটি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমি ইনস্টাগ্রামে যে পোস্ট দিয়েছেন তাতে দেখা যায়, সৈকতের বালিতে হলুদ-কালো ঝিনুক দিয়ে সাজানো সংখ্যা ‘৮৬৪৭’। ক্যাপশনে লেখা, সমুদ্রসৈকতে হাঁটার সময় পাওয়া ঝিনুকের দারুণ এক বিন্যাস।

বিবিসি বলছে, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী ‘৮৬’ সংখ্যাটি ইংরেজি স্ল্যাং বা খারাপ অর্থে ব্যবহার হয়। কাউকে ‘ছুড়ে ফেলা’ বা কারও থেকে রেহাই পাওয়া বা সরিয়ে দেওয়া অর্থে এটি ব্যবহার হয়।

‘৮৬’ সংখ্যাটি দিয়ে মাতাল কাউকে বার থেকে ছুড়ে ফেলা অর্থেও ব্যবহার হয়। এ ছাড়া অতি সম্প্রতি এই সংখ্যাটি ‘খুন’ শব্দ বোঝাতে ব্যবহার হয়েছে বলে ডিকশনারিতে উল্লেখ রয়েছে।

পাশাপাশি ‘৪৭’ সংখ্যাটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রযোজ্য সাংকেতিক কোড বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। এসব কারণে ট্রাম্পেরঅনুরাগীরা বলছেন, পোস্টটির মাধ্যমে প্রেসিডেন্টকে খুনের ইঙ্গিতই দেওয়া হয়েছে।

তবে এই পোস্ট দিয়ে বিতর্কের মুখে পড়ে তা সরিয়ে ফেলেন কমি। পরবর্তী সময়ে তিনি আরেকটি পোস্টে বলেন, আমি ভেবেছিলাম এটি হয়তো রাজনৈতিক কোনও বার্তা। আমি বুঝতে পারিনি এটাকে কেউ সহিংসতার সঙ্গে মেলাবে। আমি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে, তাই পোস্টটি মুছে দিয়েছি।

এদিকে এনিয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, একজন শিশুও বোঝে এর মানে কী। এর মানে হচ্ছে হত্যাকাণ্ড। এখানে সেটি খুবই স্পষ্ট।

গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ তৈরি করতে চান ট্রাম্প গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ তৈরি করতে চান ট্রাম্প
ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, আমরা আমাদের সুরক্ষাব্যবস্থার বিরুদ্ধে যেকোনও সম্ভাব্য হুমকি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখি।

তিনি জানান, সাবেক এফবিআই পরিচালক জেমস কমির পোস্ট আমাদের নজরে এসেছে। তার এ ধরনের ভাষা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

অন্যদিকে এই ঘটনায় বর্তমান এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, আমরা এ বিষয়ে সিক্রেট সার্ভিসের সঙ্গে যোগাযোগে আছি। মূল তদন্তের দায়িত্ব সিক্রেট সার্ভিসের হলেও প্রয়োজনে এফবিআই সহায়তা দেবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত